মো রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আজ ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উপকারভোগী ১৯৮ জন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করে এ-ই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গজারিয়া উপজেলায় চার ধাপে মোট ১৯৮টি গৃহ বরাদ্ধ পায়। যা ইতোমধ্যে প্রথম ধাপের ১৫০টি গৃহ, দ্বিতীয় ধাপের ২০টি গৃহ, তৃতীয় ধাপের বরাদ্ধকৃত ১১টি গৃহ এবং চতুর্থ ধাপের বরাদ্ধকৃত ১৭ টি গৃহ নির্মাণ শেষে পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ পলকের সভাপতিত্বে
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল মামুন( বিপিএম,পিপিএম)। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জি এম রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, টেঙ্গারচর ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম ফরাজি প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় যে কাজ হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ভূমিহীনদের জন্য দুইশতক জায়গাসহ পাকা ঘর নির্মাণ করে দিয়ে বিশ্বের বুকে এক নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপজেলায় চতুর্থ ধাপে ১৭ জন ভূমিহীন ও গৃহহীন মানুষকে পুনর্বাসিত করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।