মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামে জামি সংক্রান্ত সালিশ বৈঠকে এক নারী নিহত হওয়ার অভিযোগ পাওয়র গেছে। নিহত ঐ নারীর নাম রোকিয়া (৬৫) তিনি মৃত এবায়তউল্লাহর স্ত্রী বলে জানা গেছে।
মন্জু এর সোহেল সরকার এই ২ পক্ষের মধ্যে পাবিবারিক সম্পত্তির বন্টন নিয়ে দীর্ঘ যাত তাদের বিরুদ্ধ চলছিল। তার প্রেক্ষীতে শনিবার দুপুর আড়াইটার দিকে সালিশ বৈঠক বসলে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি বেঁধে যায়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা রোকিয়া বেগম (৭০) নিহত হয়।
নিহতের ছেলে সোহেল সরকার জানান, সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সাথে দীর্ঘ দিন বিরুদ্ধ ছিল পরে ভবেরচর ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে মাদবরা শালিস করতেছিল।
পরে বিচারকদের সালিশ অপর পক্ষ না মেনে আমার উপর অতর্কিত হামলা চালায় পরে আমার মা আমাকে বাঁচাতে আসলে আমার মাকে লাটিশোটা দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদুল ইসালম জানান, দুপুর আড়াইটার দিকে মৃত আবস্থায় এক বয়স্ক নারীকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেছিলেন। পরে আমরা থানা পুলিশ কে জানানো হলে পুলিশ এসে মরদেহটি তাদের হেফাজতে নিয়ে যায়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: আজাদ জানান, ঘটনার খবর শোনার পর ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি আমাদের হেফাজতে রয়েছে।পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।