মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
গজারিয়ায় নৌ-পথে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: এমরান (২২) এবং মো: নয়ন (২২) নামে দুই আসামিদের কে গ্রেপ্তার করেছে গজারিয়া নৌপুলিশ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া এলাকায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজাজ উদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্তে¡ মামলার আইও এস.আই রাশেদুল হকসহ অফিসার ও ফোর্স নিয়ে গভির রাত্রে গজারিয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত আসামিদ্বয়কে গ্রেপ্তার করে।
আসামিদ্বয়রা হলেন, গজারিয়া গ্রামের সালাউদ্দিন মিয়ার ছেলে মো: এমরান, একি এলাকার পিতা মৃত লিটন মিয়ার ছেলে মো: নয়ন।
নৌপুলিশ সুত্রে জানান, তাদের বিরুদ্ধে গজারিয়া উপজেলার মেঘনা নদীতে চাঁদাবাজির ঘটনায় একাধিক মামলা রয়েছে।
গজারিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো: ইজাজ উদ্দিন আহমেদ বলেন, এমরান ও নয়নসহ চাঁদাবাজির মামলার দীর্ঘদিন আতœগোপনে থাকা এজাহারনামীয় পলাতক চারজন আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। যাহার মামলা নং-০৭(০৫)২০২৩ ধারা-৩৮৫/৩৮৭/৩৪ পিসির।
তিনি আরো বলেন, তারা বিভিন্ন সময়ে মেঘনা নদীর বিভিন্ন স্থানে ইঞ্জিনচালিত মালামাল পরিবহনকারী নৌকা বল্কহেড থেকে চাঁদাবাজি করতো।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।