গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ লোকজনের দায়ের কুপে মো. তুহীন (৪৪) নামে এক ব্যক্তি আহত হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে গোসাঁইরচর গ্রামে এঘটনা ঘটে।
মো. তুহীন উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাঁইরচর গ্রামের মৃত আ. সালাম রাড়ীর ছেলে। বর্তমানে তুহিন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও আহত ব্যক্তির স্বজনরা জানান, গোসাঁইরচর গ্রামের মতিন রাড়ী গংদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে তুহিন রাঢ়িদের। এরই জের ধরে সোমবার দুপুরে পুকুর পাড়ে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে মতিন রাড়ী, কামরুল রাড়ী ও জুয়েল রাড়ী সহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তুহিন এর পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ সময় তুহিন প্রতিবাদ করিলে তারা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও দা দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত তুহিনের আত্মচিৎকারে স্থানীয় লোকজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন তুহিন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্য মতিন রাঢ়ী ও তার লোকজন দা দিয়ে মাথায় কোপ দেয়। এঘটনায় তিনি গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্ত মতিন রাঢ়ির সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজিব খাঁন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।