মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পদ্মফুল প্রতীকের ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী খাদিজা আক্তার আঁখি ও কলস প্রতীকের ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী মেহেরুন নেছা উত্তরা এই দুই প্রার্থীর বিরুদ্ধে আচারণ বিধি লঙ্ঘন অভিযোগে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অফিসার।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. লিটন মিয়া।
জানা যায়, বৃহস্পতিবার ভবেরচর কলেজ রোড এলাকায় ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী মেহেরুন নেসা উত্তরা প্রতীক কলস প্রচারণা কালে প্রচারণা কাজে বাঁধা প্রদান এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা সৃষ্টি করেন একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজা আক্তার আঁখি।
অপরদিকে একই এলাকায় একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজা আক্তার আঁখি প্রতীক পদ্মফুল প্রচারণা কালে তাঁর সাথে উচ্ছৃঙ্খল আচরণ কারেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেরুন নেসা উত্তরা। এই দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. লিটন মিয়া জানান, একই পদে প্রতিদ্বন্দ্বী দুই ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীর বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ জন্য ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।