মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া যুব সমাজের উদ্যোগে মরহুম মোয়াজ্জেম সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।চ্যাম্পিয়ন হয়েছে বড় রায়পাড়া পূর্ব পাড়া একাদশ।
আজ শনিবার বিকাল ৫ঘটিকায় উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়াস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জমকালো ও বর্ণাঢ্য এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো:সাজ্জাদ হোসেন(এনডিসি, এএফডাবিউসি,পিএসসি, এমফিল),উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবি নেতা,এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো:মামুন উর রশিদ, মরহুম মোয়াজ্জেম সরকার এর ছোট ভাই,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,শিক্ষানুরাগী, শাহশের কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক,ক্রীড়ানুরাগী, বৃক্ষপ্রেমী ড.মুহাম্মদ আবদুল মান্নান সরকার এর সভাপতিত্বে ও বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান মো:শহিদুজ্জামান জুয়েল পৃষ্ঠপোষকতায় খেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন,উপজেলা আওয়ামী লীগ নেতা মো:শরীফ হোসেন,ইঞ্জি:ফখরুল আলম, মেঘনা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো:লিটন আব্বাসী,আরফত আলী মেম্বার মেম্বার প্রমুখ।
মরহুম মোয়াজ্জেম সরকার ছিলেন একজন মানবিক মানুষ,তিনি মানুষের যে কোন সমস্যায় সবার আগে এগিয়ে যেতেন এবং মানুষকে সাধ্যমত সাহায্য, সহযোগিতা করতেন,মরহুমের স্মৃতি ধরে রাখার জন্য বড় রায়পাড়ার যুব সমাজ যে উদ্যোগ গ্রহণ করেছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।আয়োজক কমিটির সদস্য মহিউদ্দিন সরকার হান্নান,মো:সুমন মিয়া, সোলায়মান ঢালী মেম্বার,শফিক সরকার,সেলিম ঢালী, রমজান সরকার প্রমুখ।
অত্যন্ত মনোরম পরিবেশ ও মাঠ ভর্তি দর্শকদের অংশ গ্রহণে ফাইনাল খেলায় বড় রায়পাড়া পূর্বপাড়া একাদশ বনাম মেঘনা এফসি একাদশ এর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ট্রাইবেকারে বড় রায়পাড়া পূর্ব পাড়া একাদশ ৪-১গোলে মেঘনা এফসি একাদশকে পরাজিত করে জয়ী হন।ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মো:আরমান হোসেন।
খেলায় জয়ী দলকে ট্রফির সাথে একটি ফ্রিজ ও পরাজিত দলকে ট্রফির সাথে একটি এলইডি টিভি পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।