গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন এক বৃদ্ধ। এ ঘটনায় দুজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
নিহতের নাম মানিক মিয়া (৭০)। তিনি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, সীমানাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা সালেহা বেগমের সঙ্গে প্রতিবেশী জালাল মিয়ার পরিবারের বিরোধ চলছিল।
গত ২০ ডিসেম্বর দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। এতে আহত হন মানিক মিয়া। ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার দিবাগত রাত ৪টার দিকে মারা যায় মানিক মিয়া।
সোমবার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় বিল্লাল হোসেন ও মায়া বেগম নামে দুজনকে আটক করেছে পুলিশ।
গজারিয়া থানার ওসি মোল্লা সাহেব আলী জানান, এ ঘটনায় এসআই সেকেন্দার আলীর নেতৃত্বে গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে। বাকি আসামিদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।