মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া বিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের আলো পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম নয়নের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় সন্ত্রাসীরা তাকে মারধর করে এবং গুলি করে হত্যা করার হুমকি দেয়।
সোমবার ( ২ অক্টোবর) রাত পৌণে আটটার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন বলেন, রিপোর্ট সংক্রান্ত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলাম আমি। এসময় পাঁচজন যুবক আমাকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন আমাকে কিল ঘুষি মারতে থাকে। এসময় পাশ থেকে আরেকজন বলতে থাকে 'পিস্টলটা বের করে শালাকে গুলি করে দে'। ব্যস্ততম জায়গায় আর আশপাশে অনেক লোকজন থাকায় হামলাকারীরা সুবিধা করতে করতে পারেনি। আমি কৌশলে দৌঁড়ে কোনরকমে রক্ষা পাই। একটি ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে আমি বাসায় চলে এসেছি। হামলাকারীদের মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি। বাকিদেরও মুখ চিনি কিন্তু নাম বলতে পারবো না। এদের সাথে কোন বিষয় নিয়ে আমার কোন বিরোধ ছিল না, কি কারণে তারা আমার উপর হামলা করলো তা আমার জানা নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমি জানিয়েছি। আগামীকাল ( মঙ্গলবার) সকালে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবো।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, রাত সাড়ে আটটার দিকে সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন মুঠোফোনে বিষয়টি আমাকে জানিয়েছে। আমি তাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এদিকে সাংবাদিক আমিরুল ইসলাম নয়নের উপর হামলা এবং হত্যার হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন, গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এ ঘটনায় জড়িত সকলের গ্রেফতার এবং বিচারের দাবি করেন তারা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।