মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালিত হয়েছে বুধবার বেলা ৪ টায় গজারিয়া হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আয়োজনে এ জন্ম অষ্টমী এবং মঙ্গল শোভাযাত্রা পালিত হয়।এ সময় ভবেরচর বাজার থেকে ভবেরচর বাস স্ট্যান্ড হয়ে আবার ভবেরচর শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব জন্মাষ্টমী বা কৃষ্ণ-জন্মাষ্টমী। পালিত হয় বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী।
হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন পালিত হয় এ জন্মাষ্টমী। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।
কৃষ্ণানুসারীদের মতে এবং সংখ্যাতত্ত্ববিদদের ধারনায়, খ্রিষ্টপূর্ব ৩ হাজার ২২৮ অব্দে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, তবে তার জন্মতিথি নিয়ে মতান্তরও আছে। মতান্তর যাই থাক না কেন, শ্রীকৃষ্ণের জন্ম তার ভক্তদের কাছে ‘জন্মাষ্টমী’ নামে যুগ যুগ ধরে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
এ সময় মঙ্গল শোভাযাত্রা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মাহফুজ, গজারিয়া থানা অফিসার ইনর্চাজ মোল্লা সোহেব আলী, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মো: লিটন, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদী চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি হরিচরণ বর্মন, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের পূজা উদযাপন কমিটির উপ-প্রশিক্ষণ ভবচরন চক্রবর্তী, উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দসহ ছাত্র ঐক্য পরিষদ প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।