মোঃ রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধিঃ
গজারিয়ায় গোসাইরচর গ্রামের বধ্যভূমিতে শায়িত শহীদসহ ২৫শে মার্চের ভয়াল কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা,র্যালী ও পুষ্পা অর্পন করা হয়েছে।
শনিরবার বার বিকাল ৩ ঘটিকায় গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩,আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস,,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম,গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খোকন নেকি, গজারিয়া তদন্ত ওসি মুক্তার হোসেন ,আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান,ইউপি চেয়ারম্যান আবুল খায়ের খোকন, ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান ফরাজী, ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু, ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, ইউপি চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন,মুক্তিযোদ্ধা কল্যান পরিষদের সাধারন সম্পাদক শাহাজালাল ,বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কল্যান পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,আলোচনা সভা শেষে র্যালী করে বধ্যভূমিতে পুষ্পার্পণ এর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।