মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া ইউনিয়নে সরকারী উপকার ভোগী মানুষদের তালিকা ভুক্ত করার লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত।
আজ শনিবার সকাল ১০ ঘটিকার উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দী ইউপি চেয়ারম্যান এর নিজ বাড়ির আঙ্গিনায় ৩নং ও ৪নং ওয়ার্ডের সাধারণ জনগণের মধ্যে থেকে ইউনিয়ন পরিষদ ভিত্তিক সরকারী বিভিন্ন সেবা গ্রহীতাদের তালিকা প্রনয়ণ এর যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধন করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফ হোসেন,ইউপি সচিব মোঃ সুমন মিয়া,ইউপি সদস্য আল মামুন প্রধান,উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম অশ্রুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো:মিজানুর রহমান প্রধান জানান,বাউশিয়া ইউনিয়নের মাঝে দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিবাহিত হওয়ায় ৫টি ওয়ার্ডের জনগণ মহাসড়ক পেরিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যেতে হয়,তাই বিভিন্ন শ্রেণীভুক্ত যেমন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা ও বয়স্ক ভাতাসহ উপকার ভোগীদের দ্রুত সময়ে তাদের সেবা দেয়ার লক্ষে ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক সেবা কার্যক্রম উদ্যোগ নেয়া হয়েছে।