মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
টাংগাইল জেলা মির্জাপুর পৌর শহরে বাইমহাটী এলাকায় মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ডের পূর্ব পাশে বাইমহাটী সংলগ্ন যমুনা হাসপাতাল ও বাইমহাটী ছাপড়া মসজিদ পাশে প্রায় সময় দেখা যায় কোন না কোন গাড়ি দুর্ঘটনা ঘটেছে। বেশি ভাগ দেখা যায় দেওহাটা থেকে মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ডের দিকে দ্রুতগামী আসা বাইক,লেগুনা, মোক্তাকিন মিনিবাস, অটোরিকশা অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে আসায়।সরজমিনে দেখা যায় অতিরিক্ত গাড়ির গতি বেশি থাকায় এ-ই দুর্ঘটনা ঘটে বলে এলাকা বাসী জানায়।
এখানে একটি প্রাইভেট যমুনা হাসপাতাল রয়েছে। একটি মসজিদ রয়েছে। অনেক দূরদূরান্ত থেকে রুগী আসে এ-ই হাসপাতালে। বেশির ভাগ সময় রাস্তা পারাপারের সময় গাড়ি দুর্ঘটনা হচ্ছে। এলাকাবাসীর দাবি মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে ২০০ গজ পূর্বে বাইমহাটী যমুনা হাসপাতাল সংলগ্ন রাস্তায় জরুরী পথগতিরোধক ( স্পিড ব্রেকার) দিলে এই দুর্ঘটনা নাও হতে পারে। এখানে একটি জরুরী পথগতিরোধক ( স্পিড বেকার) হলে হয়তো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এল জিডি , মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য, মির্জাপুর পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর সহ সকলের সহযোগিতা চেয়েছেন এলাকা বাসী । অন্ত এ-ই সড়কে একটি পথ গতিরোধক (স্পিড বেকার) হলে সড়কের নিয়ম শৃঙ্খলা কিছুটা হলেও সাধারণ মানুষ দুর্ঘটনা থেকে রক্ষা পাবে।