২ আমি ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যাবার আসা নিয়ে ২০০৬ সনে ভালো কিছু পাবার আসা নিয়ে গবেষণায় উপনীত হই এবং আমার গবেষণার মধ্যে আছে যাহা পৃথিবী ও পৃথিবীতে গাছ পালা ভ্রিক্ষ তরু লতা পশু পাখী মানব পাহাড় পর্বত নদি নালা সাগর মহাসাগর এবং মহাকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সকল কি ভাবে কীসের সাহায্যে কখন জন্ম হইয়াছে এবং এই সকলের মধ্যে কোনটি আগে কোনটি পড়ে অথবা কোনটি ছোট কোনটি বড় এবং কোনটি কি ভাবে কীসের সাহায্যে জন্ম হইয়াছে এই সকল কিছুই আমার গবেষণার মধ্যে আছে এবং আমি ২০০৬ সন হইতে আজো গবেষণার কাজ চালিয়ে যাইতেছি এবং আমার এই পর্যন্ত প্রায় ৮৫০ টির উপরে হইবে আমি এই পর্যন্ত গবেষণা করেছি আর তাহা সকলি পুঙ্খানু পুঙ্খও রূপে সংগ্রহে রেখেছি এবং আমি এই গবেষণায় আসার পর হইতে আস্তে আস্তে আমার দোকান পাট সকল কিছুই হাত ছাড়া হইয়া যায় এবং তাহার কারন মানুষের একটি মাথা একটি মগজ এক মাথা এক মগজে একাদিক কাজ করা সম্ভাব নয় এবং যাহার কারনে আমি এখন সর্বস্ব হইয়ে গিয়েছি এবং আমি বর্তমানে এমন পর্যায় আছি পয়সার জন্য বিশেষ কোন কাজ কর্ম করিতে পারছি না ৩ পৃথিবীতে প্রত্যেকটি দেশেই কিন্তু গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট আছে এবং তেমনি ভাবেই ইন্টারনেট ঘাঁটলে দেখা যায় আমাদের বাংলাদেশেও গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট আছে বাংলাদেশ সরকারের কিন্তু কিন্তু আমাদের বাংলাদেশে গবেষক আছে কি না তাহা সন্দেহ আছে এবং যদি আমাদের দেশে গবেষক থাকতো তাহলে কিছু না কিছুর উপরে গবেষণা হতো আর তাহা পত্র পত্রিকাতে অথবা টেলিভিশনে আমরা দেখিতে পাইতাম কিন্তু তাহার কিছুই দেখিতে পাই না এবং যদি আসলেই সত্যি আমাদের দেশে বাংলাদেশ সরকারের গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট থাকে তাহলে আমাদের দেশের গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট যদি আমার দিকে দৃষ্টি রাখে তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু আরও নতুন কিছু গবেষণা করে দেখাতে সক্ষম হবো এবং আমি আমার গবেষণা হতে বাছাই করে প্রায় ৩৫০ টির মতো হইবে আমার ওয়েবসাইটে ফেছবুকে তুলে দরেছি এবং আমার facebook md mustafa kamal or gulam mustafa kamal or website reseaerchkamal.com এবং আমার ফেছবুক অথবা ওয়েবসাইট সব যায়গাতেই কেবল এক রকমের একটি পাসপোর্ট সাইজের ফটো ব্যাবহার করেছি এবং আমার দেশের সকলের প্রতি বিনীত অনুরোদ আমার গবেষণা গুলো পড়ার জন্য এবং আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকুন খোদা হাফেজ মোঃ মুস্তাফা কামাল email dmustafa41@yahoo.com