সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক

গবেষক  মোঃ মুস্তাফা কামাল।জীবন কাহিনী 

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আসসালামুয়ালাইকুম আমার নাম মোঃ মুস্তাফা কামাল। গ্রাম শিমুলিয়া পোষ্ট অফিস গুয়াগাছিয়া থানা গজারিয়া জেলা মুনশিগঞ্জ বাংলাদেশ এবং আমি জীবনে কোন দিন স্কুলে অথবা কারো কাছে লেখা পড়া শিখী নাই অথবা আমার মধ্যে বিশেষ কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নাই কিন্তু আমি বাংলা ইংলিশ সহজেই পড়তে লিখতে বলতে সক্ষম এবং আমি ১৯৮৮ সনে আমার জেঠাতো বোনের স্বামীর সাথে হেল্পার অথবা সহজুগি হিশেবে ৬ মাস কাজ করে থাকি পরে ডঃ রাসিদ খানের লেখা মডার্ন মেডিসিন প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি বই সংগ্রহ করে পড়ে আমি নিজেই গ্রাম্য ডাক্তার প্রদান পেশা হিশেবে বেছে নেই এবং এই পেশায় প্রথমিক চিকিৎসক হিশেবে আমি অনেক শুনাম অর্জন করে থাকি এবং ১৯৯৬ সনে আমি প্রবাসে দক্ষিণ আফ্রিকাতে চলে আশী এবং দক্ষিন আফ্রিকাতে আশার ৫ বৎসর পরে ২০০২ সনে আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে ২ টি বড় দোকানের মালিক হতে সক্ষম হই এবং আমি ২ টি বড় দোকানের সঞ্চয়ে আমি বিশেষ করে ভালো পয়সা আয় করিতে সক্ষম হই এবং আমি আমার জীবন কে কিন্তু এখানেই সীমা বধ্য রাখীতে চাইনা আমি চাই আরও অনেক দূরে এগিয়ে যাইতে

২ আমি ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যাবার আসা নিয়ে ২০০৬ সনে ভালো কিছু পাবার আসা নিয়ে গবেষণায় উপনীত হই এবং আমার গবেষণার মধ্যে আছে যাহা পৃথিবী ও পৃথিবীতে গাছ পালা ভ্রিক্ষ তরু লতা পশু পাখী মানব পাহাড় পর্বত নদি নালা সাগর মহাসাগর এবং মহাকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সকল কি ভাবে কীসের সাহায্যে কখন জন্ম হইয়াছে এবং এই সকলের মধ্যে কোনটি আগে কোনটি পড়ে অথবা কোনটি ছোট কোনটি বড় এবং কোনটি কি ভাবে কীসের সাহায্যে জন্ম হইয়াছে এই সকল কিছুই আমার গবেষণার মধ্যে আছে এবং আমি ২০০৬ সন হইতে আজো গবেষণার কাজ চালিয়ে যাইতেছি এবং আমার এই পর্যন্ত প্রায় ৮৫০ টির উপরে হইবে আমি এই পর্যন্ত গবেষণা করেছি আর তাহা সকলি পুঙ্খানু পুঙ্খও রূপে সংগ্রহে রেখেছি এবং আমি এই গবেষণায় আসার পর হইতে আস্তে আস্তে আমার দোকান পাট সকল কিছুই হাত ছাড়া হইয়া যায় এবং তাহার কারন মানুষের একটি মাথা একটি মগজ এক মাথা এক মগজে একাদিক কাজ করা সম্ভাব নয় এবং যাহার কারনে আমি এখন সর্বস্ব হইয়ে গিয়েছি এবং আমি বর্তমানে এমন পর্যায় আছি পয়সার জন্য বিশেষ কোন কাজ কর্ম করিতে পারছি না ৩ পৃথিবীতে প্রত্যেকটি দেশেই কিন্তু গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট আছে এবং তেমনি ভাবেই ইন্টারনেট ঘাঁটলে দেখা যায় আমাদের বাংলাদেশেও গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট আছে বাংলাদেশ সরকারের কিন্তু কিন্তু আমাদের বাংলাদেশে গবেষক আছে কি না তাহা সন্দেহ আছে এবং যদি আমাদের দেশে গবেষক থাকতো তাহলে কিছু না কিছুর উপরে গবেষণা হতো আর তাহা পত্র পত্রিকাতে অথবা টেলিভিশনে আমরা দেখিতে পাইতাম কিন্তু তাহার কিছুই দেখিতে পাই না এবং যদি আসলেই সত্যি আমাদের দেশে বাংলাদেশ সরকারের গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট থাকে তাহলে আমাদের দেশের গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট যদি আমার দিকে দৃষ্টি রাখে তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু আরও নতুন কিছু গবেষণা করে দেখাতে সক্ষম হবো এবং আমি আমার গবেষণা হতে বাছাই করে প্রায় ৩৫০ টির মতো হইবে আমার ওয়েবসাইটে ফেছবুকে তুলে দরেছি এবং আমার   facebook md mustafa kamal    or   gulam mustafa kamal   or  website  reseaerchkamal.com  এবং আমার ফেছবুক অথবা ওয়েবসাইট সব যায়গাতেই কেবল এক রকমের একটি পাসপোর্ট সাইজের ফটো ব্যাবহার করেছি এবং আমার দেশের সকলের প্রতি বিনীত অনুরোদ আমার গবেষণা গুলো পড়ার জন্য এবং আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকুন খোদা হাফেজ মোঃ মুস্তাফা কামাল email  dmustafa41@yahoo.com

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।