জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ
বিএনপি কর্তৃক প্রকাশ্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমুলক অপরাজনীতির প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
শনিবার(২৭ এপ্রিল) সকাল ১১টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এ শান্তি সমাবেশ কর্মসূচি পালিত হয়।গাইবান্ধা জেলা সহ বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তি সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক’র সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ও সমন্বয়ক (রংপুর বিভাগ) শ্রী সুজিত রায় নন্দী।
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া. মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সদস্য গাইবান্ধা জেলা আওয়ামীলীগ মাহাবুব আরা বেগম গিনি (এমপি)। এছাড়াও শান্তি সমাবেশে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও একটি
কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকা এবং আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরা।
তারা আরো বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।