বৃহস্পতিবার রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন ইলিয়াস। অপরজন ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তুলন বিশ্বাস।
এর আগে বুধবার রাত ১১ টার দিকে স্থানীয়দের উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য ৮টি ককটেল, ৬ টি পেট্রোল বোমা ও বেশ কিছু বাঁশের লাঠিসহ ভাঙ্গা ইটের টুকরো উদ্ধার করে পুলিশ।
এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ১৭ জন নামীয় এবং অজ্ঞাত ২০ হতে ২৫ জনকে আসামি করে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে ফুলছড়ি থানায় একটি মামলা করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বলেন, নাশকতার উদ্দেশ্যে কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠে ৮ টি ককটেল ৬টি পেট্রোল বোমা ও বেশ কিছু লাঠি ও ভাঙ্গা ইটের টুকরো মজুদ করা হয়েছিল। কিন্তু তারআগেই সেসব পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলা দয়ের হয়েছে। মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওমর ফারুক রনি
০১৭১৯৪৭০৫২৫