জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টারঃ
সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে “নলডাঙ্গা ব্লাড ডোনার্স এসোসিয়েশন – এনবিডিএ” এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১:৩০ মিনিটে নলডাঙ্গা উমেশ চন্দ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি সৌরভ গাঙ্গুলীর সভাপতিত্বে ও ইব্রারার জাহিদের সঞ্চালনায় ফিতা কেটে চিকিৎসা সেবার উদ্ধোধন ও ক্রেস্ট প্রদান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসাপাতালের সাবেক পরিচালক ডাক্তার মইনুল হাসান সাদিক,নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলী, এম আর ডিজিটাল আইটি সলিউশন এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ওমর ফারুক,ক্রিয়েটিভ আইটির পরিচালক লিমন আনছারী, নলডাঙ্গা ব্লাড ডোনার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জান্নাতুল নাঈম জীমসহ সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ১১:৩০ মিনিট থেকে বিকাল ৩:৩০ মিনিট পর্যন্ত ১২ জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে বিনামূল্যে রোগ নির্ণয় করে এক হাজার দুইশত নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের সৌজন্যে ছিলেন “এম আর ডিজিটাল আইটি সলিউশন এন্ড ট্রেনিং সেন্টার”।