ওমর ফারুক রনি,গাইবান্ধাঃ
মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার পর আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন গাইবান্ধার দুই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- গাইবান্ধা-২ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ্ সরোয়ার কবির ও গাইবান্ধা-৫ আসনের প্রার্থী ফারজানা রাব্বী বুবলী।
রবিবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সমন্বয়ে গঠিত আপিল বোর্ড যাচাই-বাছাই শেষে তাদের আপিল শুনানি মঞ্জুর করেন।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকফারজানা রাব্বী বুবলী জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে।
অন্যদিকে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগ করা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ সরোয়ার কবির।
এর আগে, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় যাচাই-বাছাইয়ে তা বাতিল ঘোষণা করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার কাজী নাহিদ রসুল। পরে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তারা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।