গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার কামারজানী থেকে ২৬ বোতল বিদেশী মদসহ মোঃ মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
বুধবার সকালে আটকৃত মারুফ হাসানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
আটককৃত মারুফ হাসান গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মোঃ দুলু মিয়ার পুত্র।
তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কামারজানী ইউনিয়ন শাখারা আহবায়ক।
র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মাহমুদ বশির আহমেদ
বলেন, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী এলাকায় একজন অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। সে দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।
অভিযানে যুবক মারুফ হাসানে হাতেনাতে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সকালে আটক মারুফের বিরুদ্ধে বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়। পরে আদালতে প্রেরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।