ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধিঃ
স্মার্ট স্বাস্থ্যসেবা গড়ার লক্ষ্যে দ্বিতীয় দিনের ন্যায় গাইবান্ধায় অভিযান চালিয়ে ৩ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১২ হাজার টাকা জরিমানা করে স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে এগারো টায় জেলা শহরে এই অভিযান শুরু হয়।এসময় মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টার,সি এফ এইচ হেলথকেয়ার সেন্টার, ক্রিসেন্ট মেডিকেল স্টোর কে সিলগালা করে দেয়। সেই সঙ্গে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার,নিউ কলি ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, মোমেনা নজরুল ফিজিও থেরাপি সেন্টার ২হাজার টাকা করে জরিমানা করে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই অভিযানে উপস্থিতি ছিলেন, মো: ইফতেকার রহমান
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মেডিকেল অফিসার ডা. সোহেল মাহামুদ,ডা. মো আয়নাল হক
কনসালটেন্ট সার্জারি,ডা আল মেহেদী কনসালটেন্ট বক্ষব্যাধী।
গাইবান্ধা সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার মো সোহেল মাহামুদ বলেন,স্মার্ট স্বাস্থ্যসেবা গড়ার লক্ষ্যে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।