জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আনন্দঘন মহূর্তে দৈনিক যুগের আলো গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ হাবিবুর রহমান ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের গাইবান্ধা জেলা সভাপতি মোঃ শফিউল ইসলাম । বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাহুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, সাংবাদিক মোঃ মোঃ রবিউল ইসলাম, শ্রী কার্তিক বর্মন প্রমুখ। আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলোয়াত করেন সাংবাদিক শাহ আলম সরকার। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাংবাদিক সালা উদ্দিন কাশেম।
পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।