ওমর ফারুক রনি ,গাইবান্ধা প্রতিনিধিঃ
গতকাল বুধবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগ অফিসে হামলার সময় জেলা সভাপতিসহ নেতাকর্মীদের মারপিট, অফিস ভাংচুর, ১১টি মোাটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা আওয়াসী লীগ কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, এ্যাড. সিদ্দিকুল বসিলাম রিপু, রনজিৎ বকশি সূর্য, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুল আলম কোট, পিয়ারুল ইসলাম, পৌর মেয়র মতলুবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে অনুপ্রবেশ করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। এসময় জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, পৗর মেয়র মতলুবর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুল আলম কোটসহ অসংখ্য নেতাকর্মী আহত হয় ও হামলাকারীরা ১১টি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
হামলাকারীরা দীর্ঘ সময় ধরে তান্ডব চালালেও পুলিশকে বার বার ফোনে জানানো হলেও পুলিশ প্রশাসন এগিয়ে আসেনি। যে যে কারণে এতো ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের নিরব ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।