জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর মেয়ে স্বতন্ত্র প্রার্থী (ঢেঁকি) আব্দুলাহ নাহিদ নিগার সাগর।
রোববার সকাল থেকে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
রাত ৯টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী আব্দুলাহ নাহিদ নিগার সাগর ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।
সুন্দরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা -১ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এই আসনে ভোট পড়েছে ৩০ শতাংশ। মোট ১১৪ ভোটকেন্দ্রের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।