গাঙচিলে অনুষ্ঠিত হল সমাজ কল্যাণ যুব সংগঠনের বার্ষিক সম্মেলন
মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের গাঙচিলে অনুষ্ঠিত হয়েছে সমাজ কল্যাণ যুব সংগঠনের ১ম বার্ষিক সম্মেলন। সোমবার (১১ জুলাই) ইউনিয়নের কিল্লার বাজার সংলগ্ন সংগঠনের অফিস প্রাঙ্গণে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বার্ষিক সম্মেলনে সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, এ সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। রিপন বলেন, এছাড়া টাকাপয়সার অভাবে যেসকল ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারছেনা তাদের পাশে দাঁড়িয়ে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়াও আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। এর পাশাপাশি আমরা প্রত্যেক বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে অধিকতর যাচাই-বাছাইয়ের মাধ্যমে সমাজের নিন্মবিত্ত দুটি পরিবারকে স্বাবলম্বী করতে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ সবসময় এ ধারাবাহিকতা বজায় থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী রুবেল বলেন, আমাদের সংগঠনের প্রায় চল্লিশ জন সদস্যের আন্তরিক প্রচেষ্টায় আমাদের সমাজ কল্যাণ যুব সংগঠনের একবছর ফুর্তি উপলক্ষে এবারও আমরা এ এলাকার দুটি অসহায় পরিবারকে আর্থিক অনুদান দিয়েছি। আশাকরি তারা অনুদানের টাকা যথাযথভাবে কাজে লাগিয়ে কিছুটা হলেও স্বাবলম্বী হয়ে উঠবে।
বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ যুব সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ শামসুদ্দিন ওমর। মিরাজ উদ্দিন মাস্টার, ডাক্তার মোঃ ইসমাইল, মোঃ মুরাদ হোসেন, ডাক্তার মোঃ কামাল উদ্দিন আনসারী রেজাউল হক রুহুল আমীন প্রমুখ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।