ফকিরহাট প্রতিনিধিঃ
“গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ” ফকিরহাট উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শনিবার ২৬ নভেম্বর সন্ধ্যায় ফকিরহাট উপজেলাস্থ প্রভাতি সাংস্কৃতিক একাডেমির প্রশিক্ষণ কক্ষে ওই কমিটি গঠন প্রকৃয়া সুসম্পন্ন হয়। গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহারের সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আকতার, সহ দপ্তর সম্পাদক মোঃ ওমর আলির উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগের কমিটি বাতিল পূর্বক শেখ মোঃ আমিরুল ইসলামকে সভাপতি ও শেখ আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট গাঙচিল ফকিরহাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আলফেসানী তারিকুল্লাহ,
সহ-সভাপতি বিউটি এদবর ও মোঃ ইমরান খান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক চম্পা মজুমদার ও সবুজ কুমার দাশ। সাংগঠনিক সম্পাদক সমীরণ রায়,দপ্তর সম্পাদক খান আমজাদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক দিবাকর দাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহরাব কাজী,মহিলা বিষয়ক সম্পাদক এ্যানী দাশ,সাংস্কৃতিক সম্পাদক বিকাশ কুমার বিশ্বাস, সম্মেলন সম্পাদক মিজানুর রহমান বাপ্পা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।কমিটির সদস্যরা হলেন মোঃ দেলোয়ার হোসেন, রুপা সরকার, ফিরোজ শেখ, মোঃ শাওন, অকেয়া খাতুন ও মনিকান্ত পান্ডে।