মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ নবীন বরন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে।
সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা কামালের পরিচালনায় নবীন বরন, বাষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি),
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ ইলিয়াস আহম্মেদ,
সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম,
যুব উন্নয়ন কর্মকর্তা মনসুরুল ইসলাম মিলন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফজলুর হক, গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর মোঃ নাসির উদ্দীন মোল্লা, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু,
৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ জালাল মাহমুদ, সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, সরকার নজরুল ইসলাম বিপ্লব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হারুন অর রশিদ,দিবা শাখার শিফট ইনচার্জ ইয়াসমিন নাহার, প্রভাতী শাখার সিফট ইনচার্জ শেখ জহির উদ্দিন, অভিভাবক সদস্য ওমর ফারুক, শেখ মনিরুজ্জামান, মশিউর ইসলাম, জান্নাতুল আকরাম প্রমুখ।
আলোচনা সভা শেষে নবীন বরন, বাষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ, ও মনোজ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।