সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ২০ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় স্টেশন রোড মাছিমপুর এলাকার বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৫৫) নামের এক কেয়ারটেকারের মৃত্যু হয়।
নিহত আব্দুল আউয়াল ফেনী জেলার দাগনভূঁইয়া থানার উত্তর আলিপুর গ্রামের মৃত ওয়ালী উল্লার ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত আউয়াল পাঁচ বছর ধরে মৃত শাজাহান সরকারের দশতলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। ২০শে আগষ্ট
মঙ্গলবার সকাল দশটার দিকে সকালের নাস্তা করতে বাহিরে যায় সে। নাস্তা শেষে ভবনে ফিরে ছাদে উঠে আউয়াল। এ সময় ছাদের গেট ভেতর থেকে আটকিয়ে ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচ দিয়ে হেঁটে যাওয়া এক হাড়িপাতিল ব্যবসায়ীর পাতিলের উপরে পরে যায়। এতে তার মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায় আউয়াল। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।