মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের ধীরাশ্রম বারারুল এলাকায় এক অগ্নিকাণ্ডে একজন নিহত এবং একজন চীনা নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত লিখন মিয়া (২৪), ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি বাড়ি গাইবান্ধায়।
আহতদের মধ্যে যাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন, চীনা নাগরিক মি: লু (২৮), মোঃ শাহরুখ (২৩), আহমেদ হোসেন (৩৩), মোঃ শাহজাহান (৪৩), মোঃ মিজানুর রহমান (৩৩), মোঃ মনিরুজ্জামান (২৬), মোঃ নাজমুল হক (৩৭) এবং শফি আলম (২৯) ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন জানান, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের লেমিনেশন মেশিনের বিস্ফোরণ হয় এবং অগ্নিকাণ্ড সংঘটিত। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল আইডি কার্ড তৈরি ও লেমিনেশন করা হয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের ২ টি ইউনিটের কর্মীরা গিয়ে অগ্নি নির্বাপন করে। উক্ত অগ্নিকাণ্ডে ১জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ জানা যায়নি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম, সংবাদদাতা মোঃ মোখলেছুর রহমান জয় কে বলেন, ওই কারখানার অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে একজন চীনা নাগরিকসহ আটজন এ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের মধ্যে চীনা নাগরিক লু’ এর অবস্থা কিছুটা খারাপ।
গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ রাফিউল করিম জানান, একটি নতুন মেশিন স্থাপন করতে গিয়ে সেখানে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতারা সবাই ওই কারখানার কর্মী। গুরুতর আহত লু-কে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রেরক
মোঃমোখলেছুর রহমান জয়
গাজীপুর
01918421754