বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১ নামে বেনামে সম্পত্তিসহ কোটি টাকার মালিক শিক্ষা নির্বাহী প্রকৌশলী আবু তাহের পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতার জন্য সমন্বয় সভা দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল গভীর রাতে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর শীতবস্ত্র বিতরণ ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিল সহ অটোরিকশা চালক গ্রেফতার ফুলবাড়ীতে আ’লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার গাজীপুর মহানগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন গাজীপুর মহানগরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার

গাজীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গতকাল সন্ধায় তাদের আটক করা হয়। উদ্ধারকুত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৪ লাখ ৪০ হাজার টাকা বলে পুলিশ সুত্রে জানাগেছে। এ নিয়ে মঙ্গলবার প্রেস ব্রিফিং করেছে কালিয়াকৈর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া থানার রাজাপুর ভূইয়াবাড়ী এলাকার ইব্রাহিম ভূইয়ার ছেলে মানিক ভূইয়া (৩৬) ও একই থানার কৌরচনী এলাকার নজরুল ইসলামের ছেলে রবিন মিয়া (২৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় একটি মিনি পিকআপ নিয়ে উপজেলার সোনাতলা বাজার হয়ে পাশের গাবচালা এলাকায় গিয়ে মাদক বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। সেখান থেকে ফেরার সময় পুনরায় সোনাতলা বাজার এলাকায় পৌছলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় পিকআপটি আটক করে তল্লাসী করতে চাইলে গাড়ী থেকে নেমে একজন দৌড়ে পালিয়ে যায়। এসময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মানিক ও রবিনকে গ্রেপ্তার করে।

প্রেসব্রিফিংয়ে কালিয়াকৈর-শ্রীপুর সার্কেল এএসপি আফজাল হোসেন খান বলেন, সংবাদ পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী মানিক ও রবিনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও মাদক বহনকারী পিকআপ (ঢাকা মেট্রো-ন- ২০-৬৮০৫) উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নি.) রফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।