মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
‘‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’’ প্রতিপাদ্যে ৬ষ্ঠ বারের মতো সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও পালিত হলো জাতীয় ভোটার দিবস। শনিবার (২ মার্চ) সকালে নানা অনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ডাঃ ইউসুফ হাবীব, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মো. শরীফ আল রায়হান, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়া, কলেজ শিক্ষক মাহমুদুল হাসান, শিক্ষার্থী তাহসান খন্দকার তাওহিদ, প্রবাসী সাদন আহমেদ প্রমুখ।
পরে স্থানীয়দের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন ইউএনও মো আজিজুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুধি সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।