সুরুজ্জামান রাসেল, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকা থেকে ১৯ মে রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে ২০ মে সোমবার বিকেল তিনটায় টঙ্গী পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৯২ হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করেন পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে একই মামলায় আসামি করে মোট চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আসন্ন ঈদুল আযহার ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের বাজারে এসব জাল নোটগুলো ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিলো তাদের।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।