মোঃমোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। আসন্ন বাজেটে তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে তামাক দ্রব্য গ্রহণে ও ধূমপান গ্রহণে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন মাধ্যমে ব্যাপক প্রচার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং সমাজ ও মানব উন্নয়ন সংস্থা (সমাস) এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থান কর্মসূচী, র্যালী ও লিফলেট বিতরণের মাধ্যমে এ দিবস করা হয়।
“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও পেশাজীবীদের সমন্বয়ে অবস্থান কর্মসূচী, র্যালী শ্রীপুর উপজেলা চত্ত¡র প্রদক্ষিণ শেষে শ্রীপুর সড়কে অবস্থান নেয়। সেখানে তামাক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
এসময় বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনায় অংশ নেন, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সমাস এর পরিচালক মো: সানোয়ার উদ্দিন, কর্মসূচী সংগঠক সহকারী শিক্ষক আব্দুস সাত্তারসহ বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপস্থিত বক্তারা বলেন, তামাক ও ধূমপান উৎপাদনকারী কোম্পানিগুলোকে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং তামাকজাত দ্রব্যের বিভিন্ন চটকদারি বিজ্ঞাপন তৈরি ও সম্প্রচার বন্ধ করতে হবে। অনেক সময় দেখা যায়, এসব বিজ্ঞাপন দেখে কোমলমতি শিশু কিশোররা ও যুবক-যুবতীরা তামাক দ্রব্যের দিকে ও ধূমপানের দিকে ঝুঁকে পড়ছে। সুতরাং ওই সকল বিজ্ঞাপন বন্ধ করে তামাক দ্রব্য গ্রহণে ও ধূমপান গ্রহণে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন মাধ্যমে ব্যাপক প্রচার এবং আসন্ন বাজেটে তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি জানানো হয়।
প্রেরক
মোঃমোখলেছুর রহমান জয়
গাজীপুর