সুরুজ্জামান রাসেল,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় ২৭ এপ্রিল শনিবার সকাল সারে ১১টায় ভাওয়াল রিসোর্টে দখল করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার।
গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকার ভাওয়াল রিসোর্ট ও স্পা এর সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মো, শফিউল্লাহ।
বক্তব্যে তিনি বলেন, রিসোর্টের ভিতরে ২ একর এবং তার নানা মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম ও ভাইবোনদের ১ একর জমি ছিল। জমিতে ধান চাষ হতো। ২০১৩ সালে রাতে কাচা ধান কেটে সকালে বালু ফেলে সব জমি ভরাট করে ফেলে বেনজীর আহমেদের লোকজন। অসংখ্য পুলিশ দাড়িয়ে থেকে বালু ফেলার কাজ তদারকি করে। জমির শোকে মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ভাই মুক্তিযোদ্ধা রেজাউল হক মারা যান। এছাড়াও নলজানি গ্রামের আমির উদ্দিনের ১৬ বিঘা ও আবদুল মজিদ এবং তার ভাইদের ৬ বিঘা জমিও একই কায়দায় দখল করে বেনজীরের লোকজন। এলাকার বাসিন্দা আ:জলিল বলেন প্রতিবাদ করায় আমির উদ্দিন ও তার পরিবােরর সদস্যদের নামে একাধিক চাঁদাবাজি ও অস্ত্র মামলা দিয়ে জেলে পাঠায়। পরবর্তীতে জমির শোকে আমির উদ্দিন, তার স্ত্রী ও এক ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।আবদুল মজিদের ছেলে রুহুল আমিন বলেন, জোর করে জমি দখলে নিয়ে সান্ত থাকেনি বেনজীরের দালালরা। তার বাবা চাচাদের নামে চাদাবাজি,ও নারী নির্যাতন মামলা দিয়ে জেল খাটায়। বাধ্য হয় বেনজীরের কাজে ৬ বিঘা জমি মাত্র ৩ লাখ টাকায় বিক্রি করে দিতে বাধ্য হন।ঐ এলাকার আরো বহু মানুষের জমি জবর দখল করে নেন সাবেক র্যাবের প্রধান বেনজির আহমেদ ও তার লোকজন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।