আকাশ সাহা,স্টাফ রিপোর্টারঃ
জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুর সাহেবের স্মরণে, বিশ্ব ইসলামি সম্মেলন ২৩ ইং,উপলক্ষে-জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২ রা ডিসেম্বর) গাজীপুর পুবাইলে,এ জলসার আয়োজন করেন,গাজীপুর জেলা ও মহানগর,জাকের পার্টি মৎস্যজীবীফ্রন্ট।
গাজীপুর মহানগর,জাকের পার্টি মৎস্যজীবীফ্রন্টের সভাপতি, মিজানুর রহমান মিজান, এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি মৎস্যজীবীফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি মৎস্যজীবীফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি,ও জেলা সভাপতি, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহেদ সরকার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু।
উক্ত ইসলামি জলসায়, প্রধান বক্তা হিসাবে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করেন জাকের পার্টি যুব উলামাফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ,মুফতি মাওলানা শরিফুল ইসলাম সাইফী। এবং বিশেষ বক্তা হিসাবে ওয়াজ নসিহত পেশ করেন মুফতি মাওলানা আলী হায়দার যশোরী।
শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যান কামনা বিশেষ দোয়া মোনাজাত,ও তাবারক বিতরণের মধ্যে দিয়ে জলসার সমাপ্তি হয়।