গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে হরিণ হাটি গ্রামে অতিরিক্ত মদ্য পানে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে।শুক্রবার (০২ মার্চ) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরে হরিণ হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২), দিনাজপুর জেলার বিরামপুর থানার ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)। এদের মধ্যে হেলাল পেশায় কসাই ও কাদেরুল স্থানীয় একটি বেকারীর শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুজনই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণ হাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে দেশীয় মদ (বাংলা মদ) পান করে অসুস্থ হয়ে নিহত হেলাল উদ্দিন ও কাদেরুল। পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই রাত ১টার দিকে হেলাল উদ্দিন ও দেড়টার দিকে কাদেরুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, আমি বিষয়টি জেনেছি। দুইজন ব্রড ডেড ছিল, রাস্তাতেই মারা গিয়েছিল, দুইজনকে জরুরী বিভাগে আনার পরে মৃত ঘোষণা করেছে, ওরা ব্রড ডেড থাকায় চিকিৎসা পায়নি। আরেকজন ভর্তি হয়েছিল কিন্তু ভর্তি হওয়ার এক দেড় ঘন্টা পর আরেকজন মারা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম সংবাদদাতা মোঃমোখলেছুর রহমান জয় কে বলেন, দুইজন লোক মারা গেছে। তাদের আত্মীয় স্বজনরা বিষক্রিয়া হয়েছে, ধারনা করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে গতরাতে মারা গেছে। স্থাণীয় ভাবে এলাকার লোকজন জানাচ্ছে, তারা কসাইয়ের কাজ করতো তারা মদ পান করেছে, এতেই বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।