মোঃ খলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ঘনঘন লোডশেডিং এ জন জীবন অতিষ্ঠ হয়েছে পড়েছে। দেশে চলমান তীব্র তাপপ্রবাহে উপজেলার বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মৃত্যুসহ কৃষি কাজ চরম ভাবে ব্যাহত হচ্ছে। এমনকি শিক্ষার্থীরাও লেখাপড়া করতে না পাড়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে বিষয়টি নজরে এনে ইতিমধ্যে কাজ শুরু করেছেন ডাকসুর সাবেক ভিপি, সরকারী হিসাব সম্পর্কিত সংদীয় স্থানীয় কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
গতকাল দুপুরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভবনে তিনি গাজীপুর-৫ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় বোরো মৌসুমে ধান কাঁটা ও কৃষিসেচকল্পের ফসল রক্ষাসহ শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী এবং বোর্ডের অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য আব্দুর রৌফ মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বৈঠক করেন।
এ সময় সংসদ সদস্য আখতারউজ্জামান কালীগঞ্জ উপজেলা শিমুলিয়া এলাকায় নির্মাণাধীন বিদ্যুতের উপকেন্দ্রের কাজ দ্রুত শেষ করার দাবি জানান। এছাড়াও তিনি কালীগঞ্জের বিদ্যুৎ সার্বিক পরিস্থিতি উন্নতির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে কথা বলেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই গাজীপুর-৫ সংসদীয় আসনে বিদ্যুতের লোডশেডিং সমস্যা ও সমাধান এবং উপকেন্দ্র নির্মাণের কাজ দ্রুত শেষ করার ব্যাপারে আশাস্ত করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।