সুরুজ্জামান রাসেল, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ -১৪৩১ উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে।
১৪ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে তার কার্যালয়ের সামনে থেকে বাংলা নববর্ষ -১৪৩১ উপলক্ষ্যে
একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালীটি শহরের রেলক্রসিং ঘুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে বর্ষবরণ অনুষ্ঠানস্থলে শেষ হয়।
এসময় গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমন এ বারী, গাজীপুর সিভল সার্জন মাহমুদা আখতার, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুমিনুল হক, সৈয়দ ফয়েজুর রহমান, আবিদা সুলতানা, গাজীপুর জেলা মহিলা কর্মকর্তা শাহনাজ আক্তার, জেলা শিল্পকলা একাডেমী কর্মকর্তা শারমীন জাহান, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তা, গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তা, র্যাব-১ এর সদস্যসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা র্যালিতে অংশ নেন।
বর্ষবরণ ১৪৩১ অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পীরা নতুন বাংলা বছরকে বরণ করে বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।