মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কে গাছ ফেলে পরিবহনে ডাকাতির সময় ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক ডাকাত। গতকাল রোববার গভীর রাতে উপজেলার বদনীভাঙ্গা এলাকার হাশিখালি সেতুর কাছে মাওনা-কালিয়াকৈর সড়কে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। তাঁরা শ্রীপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। আহত ডাকাতের নাম মো. রুবেল মিয়া (২৭)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের বাসিন্দা।
আহত দুই পুলিশ সদস্যকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত রুবেল মিয়াকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বদনীভাঙ্গা এলাকায় হাশিখালি সেতুর কাছে সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলের পাশে দায়িত্বরত শ্রীপুর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিমের নেতৃত্বে চার সদস্যের একটি দল সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছামাত্রই ডাকাতেরা তাঁদের ওপর হামলা চালান। ডাকাতদের দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় ডাকাতদের ধাওয়া দিলে এক ডাকাত দৌড়ে পালাতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ জামান বলেন, ডাকাতদের হামলায় আহত দুই পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আহত ডাকাত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।