মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড হাতিয়াব হাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনির উজ্জামান প্রধানয়ের সভাপতিত্বে এবং হাতিয়াব হাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য, সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতাউল্লাহ মন্ডল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মেজবাহ্ উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আক্তার, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ মফিজুর ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয় উপদেষ্টা এডঃ মোঃ নাসির উদ্দীন দর্জি লিটন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহম্মেদ কাজল,ভাওরাইদ মুন্সি মমিন উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ বাসির উদ্দিন বিদ্যালয় পরিচালনা কমিটির কো- অপ্ট সদস্য আব্দুল হালিম, অভিভাবক সদস্য মোঃ ফজল আলী, মোঃ জসিম উদ্দিন শ্রী সতীশ চন্দ্র বর্মন, মোঃ সোলায়মান হোসেন, রোজিনা খাতুন, শিক্ষক প্রতিনিধি মোঃ আখতার হোসেন, নুরজাহান বেগম, তাসলিমা ইয়াসমিন, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, দাতা সদস্য মোঃ রায়হান আহাম্মেদ শাহিন প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।