মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী

গোপগ্রাম ইউনিয়ন আ’লীগ নেতার বিরুদ্ধে জবরদখল জমির মাটি কাটার অভিযোগ!

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

সজল রায়,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে জবরদখলে অন্যের ফসলী জমি নষ্ট করে মাটি কাটার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ ছাইফুল ইসলামের

অভিযোগ তাদের না জানিয়েই নিজ নামের ফসলি জমির মাটি কেটেছেন। তারা বাধা দিলে তাদের লোকজন দিয়ে ভুক্তভোগীদের পিটিয়ে জোর করে ফসলি জমির মাটি কেটে জমির ফসল নষ্ট করছে। এতে তাদের প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি।

ভুক্তভোগী মোঃ ছাইফুল ইসলাম

বলেন, আমার জগনাথপুর মৌজার নিজ দখলকৃত জমিতে জোর পূর্বক অনাধিকার প্রবেশ করে আমার জমি থেকে বিবাদীর লোকজন দিয়ে মাটি কাটে। আমি বিষয়টি জানতে পেরে মোঃ আবুল কালাম (৫০), এর নিকট নিষেধ করি। অতঃপর আমি গোপগ্রাম সুইচ গেটে চায়ের দোকানে বসে চা খাওয়া অবস্থায় আবুল কালাম ও তার ছেলে ফারুখসহ কয়েকজন আমাকে সজরে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে পায়ের চটি খুলে আমার মুখ মন্ডলে অনাবরত মারতে থাকে এবং পাশে থাকা বাশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটিয়ে নিলাফোলা জখম করে আমার নিকটে থাকা ব্যবসার নগদ ৩০,০০০/= হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করে।

পরবর্তীতে তারা আমার বাড়িতে প্রবেশ করে আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে বলেন যে, বর্ণিত ঘটনাটি আমি যদি কাওকে বলি তাহলে আমার বাড়ি ঘর রাতের আধারে পুড়িয়ে মারবে বলে হুমকি প্রদর্শন করে ঘটনা স্থান ত্যাগ করে চলে যায়।

উল্লেখ্য এই যে, আমার রেজিস্ট্রিকৃত নিজ জমি থেকে জোর পূর্বক মাটি কাটে এবং আমাকেই বেধড়ক মারপিট করে ও হুমকি ধামকি দেয়।

তিনি আরো বলেন, বর্তমানে আমি সহ আমার পরিবারের সকল সদস্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। ঘটনার বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ আত্মীয়-স্বজনদের সাথে আলাপ-আলোচনা করিয়া থানায় অভিযোগ করি। আর আমি আবুল কালামের অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠ বিচার দাবি করি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায় নি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।