এম,টি, রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদরে পোষ্ট অফিস মোড়ে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৭তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া শেষে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ শাখাটির শুভ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিয়া, পরিচালক আলহাজ্ব আহমেদুল হক, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এবং আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ব্যাংকের খুলনা জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট কাজী জিন্নাত আলী। ব্যাংকের সিনিয়র এক্সিকিউউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবিব উল্লাহ্ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক- শুভানুধ্যায়ীদের সমাগম ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু শব্দ দুটি অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর আহবানে বাঙালি জাতি এক মহান আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জন করে। বাঙালি জাতি এই মহান নেতার নিকট চিরঋণী। এছাড়া তিনি একটি উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার " রূপকল্প -২০৪১" "স্মার্ট বাংলাদেশ" "ডেল্টা প্ল্যান- ২১০০" ইত্যাদি প্রকল্পের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বিভিন্ন আর্থ-সামাজিক মাপকাঠিকে বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের "রোল মডেল"। হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি উন্নয়নের চলমান ধারায় ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব, দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জের উন্নয়নে সহযোগী হবে ইনশাআল্লাহ।
উপস্থাপনয় ছিলেন আল- আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ইন্জিনিয়ার মোঃ হাবিবুল্লাহ ও জালাল আহমেদ।
আল- আরাফাহ ইসলামী ব্যাংক এর গোপালগঞ্জ জেলার এফএভিপি এন্ড ম্যানেজার এ বি এম ফারুক কওসার সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। আল- আরাফাহ ইসলামী ব্যাংক সব সময় মানুষের কল্যাণে কাজ করবে ভবিষ্যতে ও আপনাদের ভালবাসা নিয়ে এগিয়ে যাবে। আমরা ব্যাবসাকে হালাল ভাবে পরিচালনার জন্য আল- আরাফাহ ইসলামী ব্যাংক বদ্ধপরিকর।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।