এম, টি, রহমান মাহমুদ গোপালগঞ্জ :
গোপালগঞ্জ পারিবারিক কলহের জের ধরে তিন সন্তানকে বিষ পান করিয়ে মা নিজেও আত্মহত্যার চেষ্টা করে। এতে ১৪ মাস বয়সি তার ছোট মেয়ে মিম এর মৃত্যু হয়।সকালে গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী লংকার-চর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়,গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা নড়াইলের লংকার-চর এলাকার বাসিন্দা পলি খানম ও টিটু মোল্লা দম্পতির তিন কন্যা সন্তান। প্রায় সময় তাদের পারিবারিক কলহ লেগে থাকতো। পরিবারের কলহে অতিষ্ঠ হয়ে বুধবার সকালে তিন মেয়েকেই বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে পলি খানম (৩২) নামের ঐ নারী।
বিশ্ব ক্রিয়া শুরু হলে সন্তানরা চিৎকার শুরু করে স্থানীয় লোকজন কান্নার শব্দ শুনে ছুটে এসে দেখে তাদের অবস্থা আশংকাজনক। পরে স্থানীয়রা দ্রুত তোমার লাগবে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ১৪ মাস বয়সি শিশু মিম কে মৃত ঘোষনা করেন।
এদিকে আফসানা (৮) ও আমেনা (২) নামে দুই মেয়ে ও মা পলি খানম (৩২) এর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।