বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ সুন্দরগঞ্জে “যতটুকু পারি” সামাজিক সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রা.বি. ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম, টি, রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

 

এম, টি, রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর স্থগিতকৃত বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে (২৮ জানুয়ারি) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে। বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী এ খেলা উপভোগ করেন।
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৫নং চুমুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে হারিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এদিকে বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার ১নং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার সাব্বিরুল ইসলাম, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন উপস্থিত ছিলেন। সকল শিশু কিশোরদের খেলাধুলা প্রতি ও পড়াশোনা দিকে নজর দিতে হবে। তাহলে শরীর সুস্হ থাকবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।