এম, টি, রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর স্থগিতকৃত বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে (২৮ জানুয়ারি) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে। বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী এ খেলা উপভোগ করেন।
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৫নং চুমুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে হারিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এদিকে বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার ১নং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার সাব্বিরুল ইসলাম, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন উপস্থিত ছিলেন। সকল শিশু কিশোরদের খেলাধুলা প্রতি ও পড়াশোনা দিকে নজর দিতে হবে। তাহলে শরীর সুস্হ থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।