মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ৭ম বারের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) এবিএম ফজলে করিম চৌধুরী মনোনয়নপত্র জমা করেছেন। ২৮ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বরাবর মনোনয়নপত্র জমা করেন তিনি। এর আগে সকালে মনোনয়নপত্র জমাদানের খবর শুনে রাউজান থেকে শতাধিক নেতাকর্মীরা ভিড় জমায় নগরীর পাথরঘাটাস্থ ফজলে করিমের বাসভবনে। সেখান থেকে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করেন নেতাকর্মীরা। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরজ্জামানের নিকট মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ইকবাল, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম চৌধুরী। এছাড়াও এসময় আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী মোহাম্মদ ইকবাল, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, আলহাজ্ব নূর মোহাম্মদ, শ্যামল কুমার পালিত, বশির উদ্দিন খান, লায়ন সরোয়ার্দী সিকদার সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, সুমন দেসহ পৌর কাউন্সিলরবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফজলে করিম চৌধুরী বলেন অতীতের মত সাধারণ জনগনের ভালবাসা নিয়ে আমি বিজয়ী হতে চাই, তাই সতন্ত্র পার্থীসহ সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহবান জানাচ্ছি। খেলার মাঠে গোলকিপার ছাড়া গোল করতে চাইনা।