প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৭:৩৫ পি.এম
গ্রেফতার এড়াতে ছদ্মবেশে পালিয়ে যান মুফতি গিয়াস উদ্দিন তাহেরী
মহসিন পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নাজিরাবাড়িতে ৩৫ তম সুন্নী মাহফিলের আয়োজন করেন,নাজিরাবাড়ির মধ্যেপাড়ার যুব সমাজ।এতে প্রধান অতিথি হিসাবে বিতর্কিত বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী আসার কোন পূর্ব ঘোষণা না দিয়ে হঠাৎ করে রাত ১০টায় মাহফিলে এসে উপস্থিত হন এই বিতর্কিত আলেম।পরে বিজয়নগর থানা পুলিশ গোপন সুত্রের মাধ্যমে খবর পেয়ে মাহফিলে প্রাঙ্গণে আসলে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর ভক্তদের হামলার শিকার হয় পুলিশ সহ পুলিশের গাড়ি। পুলিশকে বহনকারী তিনটি গাড়ির মধ্যে ওসি কে বহনকারী নোহা গাড়ি,পুলিশের পিকাপ ভ্যান পুলিশ ডিউটির একটি সিএনজি ভক্তদের হামলার শিকার হয়।এতে করে নোহা গাড়ির পিছনের গ্লাস, পিকাপ ভ্যান ও সিএনজি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।খবর পেয়ে পুলিশ মাহফিলে মঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে ছদ্মবেশে ভক্তদের মানবঢাল হিসাবে ব্যবহার করে কৌশলে বাড়ির পেছন রাস্তা দিয়ে একটি বিল পাড়ি দিয়ে সরাইল উপজেলার বৈশামুড়া দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে পালিয়ে যান। এদিকে এর আগে, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে বাবুল মিয়া এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। গ্রেপ্তার করা হয় তিনজনকে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com