শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১ নামে বেনামে সম্পত্তিসহ কোটি টাকার মালিক শিক্ষা নির্বাহী প্রকৌশলী আবু তাহের পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতার জন্য সমন্বয় সভা দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল গভীর রাতে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর শীতবস্ত্র বিতরণ ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিল সহ অটোরিকশা চালক গ্রেফতার ফুলবাড়ীতে আ’লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার গাজীপুর মহানগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন গাজীপুর মহানগরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার

ঘূর্ণিঝড় মোখার কারণে আতঙ্কিত ঝালকাঠির নদী পাড়ের মানুষজন 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪৬৪ বার পঠিত

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে আতঙ্কিত হয়ে পড়েছে ঝালকাঠির নদী পাড়ে বসবাসরত হাজার হাজার সাধারণ মানুষ|ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝালকাঠিতে গুমোট আবহাওয়া বিরাজ করছে।

আজ শনিবার(১৩ মে)শনিবার সকাল থেকেই আকাশ ছেয়ে আছে কালো মেঘে।জেলার সুগন্ধা,বিশখালি,হলতাসহ নদ-নদী গুলো ভয়ানক রূপ ধারণ করেছে।এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষজন।

দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে।প্রস্তুত করে রাখা হয়েছে ৬১ টি সাইক্লোন শেল্টারসহ দুই শতাধিক স্কুল কলেজ।মাইকিং করে উপকূলের মানুষকে নিরাপদে থাকার জন্য সতর্ক করা হচ্ছে।

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে তৃতীয় দফায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

সভায় জানানো হয়,ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।৬১ টি সাইক্লোন শেল্টার ও ৩৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।এছাড়াও প্রতিটি দপ্তরে আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জেলার ৩২টি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে।ঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলায় প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। ঝড় শুরু হওয়ার আগেই নদী তীরের মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য বলা হয়েছে।

জেলার আশ্রয় কেন্দ্র গুলোতে ৮০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।পাশাপাশি গবাদি পশু রাখার ব্যবস্থাও করা হয়েছে। আশ্রয় নেওয়া মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।