এসকে এম হুমায়ূন,জেলা প্রতিনিধি,বাগেরহাটঃ
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপকুলীয় জেলা বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৩ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপস্থিত ছিলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এই সভায় জেলা প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, ‘ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় ২ লাখ ৩৫ হাজার ৯৭৫ জন ধারণ ক্ষমতা সম্পন্ন ৪৪৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৫২২ মেট্রিক টন চাল ও নগত ১০ লাখ ১০ হাজার টাকা মজুদ রাখা হয়েছে।
এছাড়া জেলা সদরসহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৯ উপজেলায় ৯টি মেডিকেল টিম। সিপিপি ১৯২০ জন সেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্টের ৩২৫ জন সেচ্ছাসেবকসহ স্কাউটস, ফায়ার সার্ভিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েক শত স্বেচ্ছা সেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাগেরহাট জেলা জুরে প্রচণ্ড তাপদাহ চলছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।