আলী আজীম,মোংলা (বাগেরহাট):
ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাত ও জানমাল রক্ষায় মোংলার উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোংলা নদীতে মোংলা থানা পুলিশের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনে করা হচ্ছে মাইকিং
শনিবার (১৩ মে) দুপুরে ঘূর্ণিঝড় সম্পর্কে জনগণকে সচেতন করতে উপকূলীয় এলাকায় প্রচারণা চলছিল। মাইকিংয়ের মাধ্যমে লোকজনকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আসতে বলা হয়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন নদীতে ট্রলারে করে এ প্রচারণা করেন। এসময় থানা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সাগর অনেকটা উত্তাল হয়ে উঠেছে। লাল-হলুদ পতাকা নামিয়ে বিপৎসংকেত ‘লাল’ পতাকা টানানো হয়েছে।