মধ্যনগর (সুনামগঞ্জ )প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে প্রতিবেশীর বাড়ির আঙিনায় ঘোড়ার ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও নবাবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার নবাবপুর গ্রামের আব্দুর রউফ ও মো.হাফিজ উদ্দিন একই গ্রামের বাসিন্দা।মো.হাফিজ উদ্দিন তার ছাগল পালনের ঘাস খাওয়ানোর জন্য বাড়ির সামনে নিজস্ব জমিতে ঘাস ফলায়।
প্রতিবেশি আব্দুর রউফের ঘোড়া তার পাশের জমিতে খুঁটি দিয়ে আটকিয়ে রাখলেও হাফিজ উদ্দিনের ঘাস ফলানো জমিতে আঃ রউফ এর ঘোড়া এসে ঘাস খেয়ে ফেলে । এ নিয়ে আব্দুর রউফ ও হাফিজ উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের তিনজন আহত হন। এদের মধ্যে হাফিজ উদ্দিন ও তার স্ত্রী জবেদা খাতুন গুরুতর আহত হন।অপরপক্ষের আব্দুর রউফ আহত হয়েছেন। আহত তিনজনই পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন জানান,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২