সেলিম রেজা, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা ৪ নিহত. হয়েছেন এসময় আরো ৪ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং এর কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কলাবাগন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ওসি খোকন রুদ্র এ ব্যাপারে নিশ্চিত করেছেন।
গাড়ি দুটি কি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সকাল সাতটার দিকে জাকির পরিবহন নামের পিকনিক গাড়ির সাথে ঢালাইগাড়ি মুখোমুখি এক সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ সময়ে আরো ৪ জন আহত হয় । পুলিশ জানায় পিকনিকের গাড়ীটি কক্সবাজার উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে বিপরীত হতে আসা ঢালাইয়ের কাজে ব্যবহৃত ঢালাই গাড়ীর সাথে মুখামুখী হয়। তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তারগণ ৪ জনকে মৃত ঘোষণা করেছেন।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা মোজাফর আহমেদর ছেলে এমডি মহিউদ্দিন( ৪৮), হারবাং ইউনিয়নের বাসিন্দা মোস্তাক আহাম্মদের ছেলে মোঃ রিদওয়ান( ৩৫), হারবাংএর বাসিন্দা রশিদ আহমেদের ছেলে আবু বক্কর (৩৫) কক্সবাজারে পেকুয়া উপজেলার বাসিন্দা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ মিয়ার ছেলে হাসমত মিয়া ( ৩৫)। আহদের নাম পাওয়া যায়নি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।